Sunday, March 16, 2025
দেশ

বায়ুসেনার পরবর্তী প্রধান হচ্ছেন মার্শাল আর কে এস ভাদুড়িয়া

নয়াদিল্লি: বায়ুসেনার পরবর্তী প্রধান হচ্ছেন ভাইস-চিফ আর কে এস ভাদুরিয়া। ৩০ সেপ্টেম্বর অবসর নেবেন বিএস ধানোয়া, তাঁর স্থলাভিষিক্ত হবেন রাফায়েল বিমান নিয়ে দর কষাকষি করা ভাদুরিয়া। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, আরএকেএস ভাদুরিয়াকে বায়ুসেনা প্রধান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে বায়ুসেনার উপ-প্রধান পদে কর্মরত আরকেএস ভাদুরিয়াকে বায়ুসেনা প্রধান করা হবে।

১৯৮০-তে বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগ দেন ভাদুড়িয়া এবং ‘সোর্ড অফ অনার’-এ সম্মানিত হন। ৩৬ বছরের পেশাদার জীবনে তিনি ২৬ রকম যুদ্ধবিমানে মোট ৪,২৫০ ঘণ্টা আকাশপথে পাড়ি দিয়েছেন এবং একজন অন্যতম পরীক্ষিত পাইলট হিসেবে এয়ারক্রাফট বহন করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি একজন ক্যাট এ উত্তীর্ণ উড়ান নির্দেশক এবং একজন পাইলট অ্যাটাক ইন্সট্রাক্টর।

বায়ুসেনার উপ-প্রধান পদে বহাল হওয়ার আগে তিনি ২০১৭ সালের মার্চ মাস থেকে ২০১৮ সালের অগস্ট মাস পর্যন্ত সাদার্ন এয়ার কম্যান্ডের এয়ার অফিসার কম্যান্ডিং-ইন-চিফ, ট্রেনিং কম্যান্ড পদে দায়িত্ব পালন করেছেন। ভাদুরিয়া ফ্রান্সের সাথে রাফায়েল যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রেও ভূমিকা পালন করেছিলেন।