Thursday, June 19, 2025
Latestদেশ

শপথ নিলেন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর

শ্রীনগর: বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিলেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব রাধাকৃষ্ণ মাথুর। এদিন আরকে মাথুরকে শপথবাক্য পাঠ করান জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল।  গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।

১৯৭৭ সালের ব্যাচের ত্রিপুরা ক্যাডারের আইএস অফিসার মাথুর। আগামী মাসে ৬৬ বছরে পা রাখতে চলেছেন তিনি। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। আইআইটির প্রাক্তনী আরকে মাথুর ২০১৫-য় নিরাপত্তা সচিব হিসেবে অবসর নেন। সেই বছরই চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে মাথুকে নিয়োগ করা হয়।


এদিকে আজই শ্রীনগরের রাজভবনে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেবেন গিরীশ চন্দ্র মুর্মু। তাঁকেও শপথবাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল।

জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার পরই সেখান থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রপতি শাসন। জম্মু-কাশ্মিরের রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করে গোয়ায় পাঠানো হয়েছে।