মাধ্যমিকে ১০০ শতাংশ নম্বর পেয়ে হরিয়ানা বোর্ডে প্রথম হলেন ঋষিতা
ফরিদাবাদ: মেয়েরা যে কোনও অংশেই ছেলেদের থেকে কম যায় না, তা আরও একবার প্রমাণ করে দেখালেন হরিয়ানার মেয়ে ঋষিতা। মাধ্যমিক পরীক্ষায় হরিয়ানা বোর্ডে (Board of School Education Haryana) প্রথম স্থান অধিকার করেছে সে। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ঋষিতা ১০০ শতাংশ নম্বর পেয়েছে।
হরিয়ানা হিসার জেলার নারনাউন্দের টেগর সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী ঋষিতা। পরীক্ষার ফল প্রকাশের পরে দেখা গিয়েছে বেস্ট ফাইভে ১০০ শতাংশ নম্বর পেয়েছে সে। ইংরেজি, গণিত, বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স ও এমএইচভি, এই পাঁচটি বিষয়ে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ঋষিতা। হরিয়ানা ক্লাস 10 বোর্ড পরীক্ষায় প্রার্থীর শীর্ষ পাঁচটি বিষয়ের নম্বর নেওয়ার জন্য বিবেচিত হয়।
তবে শুধু ঋষিতা নয়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে মেয়েরা। সাতজন মেয়ে এই তিনটি স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে পাঁচ’জন মেয়ে। তাদের মধ্যে তিনজন আবার ঋষিতারই স্কুলের। দ্বিতীয় স্থানে রয়েছে টেগর সিনিয়র সেকেন্ডারি স্কুলের উমা, স্নেহা ও কল্পনা। তিনজনেই পেয়েছে ৯৯.৮ শতাংশ নম্বর।
এই তিনজন ছাড়া আরও দু’জন রয়েছে দ্বিতীয় স্থানে। তারা হল জিএনজেএন গোয়েঙ্কা গার্লস হাই স্কুলের নিকিতা মারুতি সাওয়ান্ত ও খান্দা খেরির ডিএন হাই স্কুলের অঙ্কিতা। তারা দু’জনেও ৯৯.৮ শতাংশ নম্বর পেয়েছে। ৯৯.৬ শতাংশ নম্বর অএয়ে তৃতীয় স্থানে রয়েছে নারনাউন্দের নবযুগ হাই স্কুলের ছাত্রী চাহক।
প্রসঙ্গত, এবছর হরিয়ানার বোর্ডে মোট ৩,৩৭,৬৯১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। পাস করেছে ৬৪.৫৯ শতাংশ পড়ুয়া। পাসের হারেও ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। ছেলেদের মধ্যে পাশের হার ৬০.২৭ শতাংশ। সেখানে মেয়েদের পাশের হার ৬৯.৮৬ শতাংশ।