যুক্তরাজ্যের অর্থসচিব হলেন ঋষি সুনাক, তিন শীর্ষমন্ত্রকের দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত
লন্ডন: ব্রেক্সিট পরবর্তী রদবদল হয়েছে। পদত্যাগ করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। এবার অর্থসচিব হিসাবে দায়িত্ব পেলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনাক। ২০১৫ সালে প্রথমবার পার্লামেন্টে জিতে আসেন ঋষি। আর মাত্র পাঁচ বছরেই পেয়ে গেলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ।
জানা গেছে, ব্রেক্সিট পরবর্তী প্রথম ব্রিটিশ বাজেট প্রনয়ণের গুরুদায়িত্ব পড়ছে ৩৯ বছর বয়সী ঋষি সুনাকের কাঁধেই। প্রসঙ্গত জানিয়ে রাখি, যুক্তরাজ্যে অর্থসচিবের পদ ভারতের অর্থমন্ত্রীর পদের সমতুল্য। এর আগে ট্রেজারিতে মুখ্য সচিব ছিলেন ঋষি। মার্চে বাজেট পেশের মধ্যে দিয়ে শুরু হবে ঋষির অগ্নিপরীক্ষা।
The Rt Hon Rishi Sunak MP @RishiSunak has been appointed Chancellor of the Exchequer @HMTreasury pic.twitter.com/OTYOkujnbo
— UK Prime Minister (@10DowningStreet) February 13, 2020
এছাড়া শীর্ষমন্ত্রকের দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত দুই নেতা। বাণিজ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন অলোক শর্মা। প্রীতি প্যাটেল গত ক্যাবিনেটের মতো এবারও স্বরাষ্ট্রমন্ত্রী পদে বহাল রয়েছেন। যার ফলে, বরিস জনসন ক্যাবিনেটের তিনটি গুরুত্বপূর্ণ পদ পেলেন ভারতীয় বংশোদ্ভূত নেতারা।
প্রধানমন্ত্রীর ও অর্থমন্ত্রীর দপ্তরের এবার একটি যৌথ টিম গঠন হবে। এই টিমই ব্রিটিশ অর্থনীতির বিষয়ে সিদ্ধান্তে নেবে। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক অর্থনীতি বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।