গ্রেফতার রিয়া চক্রবর্তী
মুম্বাই: মাদককাণ্ডে জড়িত থাকায় রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। এদিন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জেরায় রিয়া জানান, সুশান্ত মাদক নিতেন। কিন্তু তার কোনও যোগ নেই মাদকচক্রের সঙ্গে। জেরার মুখে রিয়া জানান তিনিও ড্রাগ নিতেন। নিয়মিত মাদক সেবন করতেন। এরপরেই গ্রেফতার করা হয় রিয়াকে। হেফাজতে নেওয়া হয়েছে রিয়াকে। তার করোনা টেস্ট হবে। মাদক টেস্টও করা হবে। গ্রেফতার হওয়ার পর কেঁদে ফেলেন তিনি।
উল্লেখ্য, সুশান্ত মৃত্যুর তদন্ত সিবিআই শুরু করার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। বলিউডের মাদকচক্র নিয়েও নানা তথ্য উঠে এসেছে। এদিকে, সুশান্তের পরিবার রিয়াকেই দায়ী করেছেন অভিনেতার অকাল মৃত্যুর জন্য।
এর আগে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা এবং মাদকচক্রে দোষী রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। এবার রিয়া গ্রেফতার করে হেফাজতে নেওয়া হল। সুশান্তের মৃত্যু মামলায় গ্রেফতার করা হয়েছে অভিনেতার ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, সুশান্তের পরিচারক কেশব-সহ মোট নয় জনকে।
রিয়া সুশান্ত মৃত্যুর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। সোমবার NCB-র জেরায় রিয়া নিজে মুখে মাদকচক্রে জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে গ্রেফতার করা হয়েছে।


