Monday, September 16, 2024
আন্তর্জাতিক

ভারতের স্বাধীনতা দিবসকে ‘ন্যাশনাল ডে অফ সেলিব্রেশন’ বলে ঘোষণা করা হোক আমেরিকায়, বিল পেশ মার্কিন কংগ্রেসে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ভারতের স্বাধীনতা দিবস তথা ১৫ আগস্টকে ‘ন্যাশনাল ডে অফ সেলিব্রেশন’ বলে ঘোষণা করা হোক আমেরিকায়। এই মর্মে বিল পেশ করা হলো মার্কিন কংগ্রেসে। ভারতীয় বংশোদ্ভূত ইউএস আইনপ্রণেতা শ্রী থানেদার এই দাবি জানিয়েছেন।

থানেদারের দাবি, এটি হলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে। দু’দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই দাবিকে সমর্থন জানিয়েছেন কংগ্রেসম্যান বাডি কার্টার ও ব্র্যাড শারমন।

বিলটি মার্কিন কংগ্রেসে পাশ হলে নিঃসন্দেহে ভারতের মুকুটে নতুন পালক জুড়বে বলে মনে করছেন কুটনৈতিক বিশেষজ্ঞরা। 

এদিকে, আগামী সেপ্টেম্বরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্টেট ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। এর আগে মোদীর অটোগ্রাফও চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সবমিলিয়ে আমেরিকা যে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে সেটা স্পষ্ট।