Thursday, November 13, 2025
দেশ

টাকা দিয়ে TRP কিনেছে রিপাবলিক টিভি, অভিযোগ মুম্বাই পুলিশের, গ্রেফতার ২

মুম্বাই: এবার টাকা দিয়ে টিআরপি (TRP) অর্থাৎ টেলিভিশন রেটিং পয়েন্ট কেনার অভিযোগ উঠল অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি-সহ তিনটি চ্যানেলের বিরুদ্ধে। অন্য দু’টি হল ফক্ত মরাঠি এবং বক্স সিনেমা। এমনটাই অভিযোগ মুম্বাই পুলিশের। এদিকে, এই অভিযোগ তোলায় মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিংয়ের (Mumbai Police Commissioner Param Bir Singh) বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা দায়ের করতে চলেছে রিপাবলিক টিভি।

পরম বীর সিং সাংবাদিক সম্মেলনে টাকা দিয়ে টিআরপি কেনার তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ‘হংস’ নামে একটি সংস্থা রিপাবলিক টিভি ও দুটি স্থানীয় চ্যানেলকে টাকা দিয়ে টিআরপি কেনার কাজে পূর্ণ সহায়তা করেছে।

পরম বীর সিং জানিয়েছেন, রিপাবলিক টিভি, ফক্ত মরাঠি এবং বক্স সিনেমা টাকা দিয়ে টিআরপি কিনেছে। তিনি জানান, গোটা মুম্বাই শহরে প্রায় ২০০০ ব্যারোমিটার বসানো হয়েছে। টিআরপি কিনতে প্রতি মাসে কয়েকজন বাড়ি বাড়ি ঘুরে মানুষের হাতে ৪০০-৫০০ টাকা টাকা তুলে দিয়েছে। যাতে তারা সবসময় রিপাবলিক টিভি চালিয়ে রাখেন। হংস নামে একটি সংস্থা এই তিনটি চ্যানেলকে সহায়তা করেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

পরম বীর সিং আরও জানান, রিপাবলিক টিভির প্রোমোটার ও ডিরেক্টর পদের অধিকারীদের সমন পাঠানো হবে। বাকি দুটি চ্যানেলের মালিকদের আটক করা হয়েছে বলে খবর।

মুম্বাই পুলিশ জানিয়েছে, বিভিন্ন পরিবারের লোকেদের থেকে পুলিশ বয়ান সংগ্রহ করেছে। ওই পরিবারকে এই তিনটি চ্যানেল থেকে এসে টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ইতোমধ্যেই এই সমস্ত অভিযোগ তথ্য ও সম্প্রচারমন্ত্রকে অভিহিত করেছে মুম্বাই পুলিশ।