বাম ছাত্র সংগঠনের অন্তর্দ্বন্দ্বের জেরেই জেএনইউ-তে হামলা! দেখুন ভাইরাল ভিডিও
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) হামলার ঘটনায় উত্তাল গোটা দেশ। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পড়ুয়ারা। ঘটনার প্রতিবাদে দেশের প্রত্যেকটি শহরেই চলছে বিক্ষোভ। মুখোশধারীদের তান্ডবে আহত হয় পড়ুয়া থেকে শিক্ষক। মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় বিক্ষোভ দেখান শিল্পী ও সাধারণ মানুষ। অভিযোগ, এই হামলা চালিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)।
তবে এই হামলা নিয়ে একটি ভিডিও পাল্টা প্রশ্ন তুলে দিয়েছে ঘটনার সঙ্গে কি আদৌ এবিভিপি যুক্ত ছিল, নাকি এটা বাম ছাত্র সংগঠনের গোষ্ঠী কোন্দলের জেরে এই হামলা। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিবৃতিতে বলেছে, নতুন সেমিস্টারে বিরোধিতা করা শিক্ষার্থীরা, যারা বিরোধিতা করেনি সেই শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল। যা নিয়ে অন্য বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, জেএনইউতে ফি বৃদ্ধির প্রতিবাদ করে বামপন্থী শিক্ষার্থীরা নতুন সেমিস্টারে নিবন্ধনরত শিক্ষার্থীদের বিরোধিতা করেছিল।
Watch: @JNUSUofficial president Aishee Ghosh is seen with masked men inside JNU. pic.twitter.com/ok2jxiEHWU
— Piyush Mishra (@Piyush_mi) January 6, 2020
হামলার ঘটনায় ঐশী ঘোষ আহত হয়েছেন। অভিযোগ, মুখোশধারী গুন্ডারা তাঁর ওপর নৃশংসভাবে আক্রমণ করেছিল। তবে এই ভিডিও প্রকাশ্যে আসায় উঠছে প্রশ্ন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ঐশী ঘোষ মুখোশধারীদের সাথে। ভিডিওতে তাঁকে মুখোশধারীদের সঙ্গে হোস্টেলের ভিতরে হাঁটতে দেখা গিয়েছে। ভিডিওটি প্রথম রিপাবলিক টিভির সাংবাদিক পীযূষ মিশ্র টুইট করেন।
ভিডিওতে বেশ কয়েকজন পুরুষ এবং মহিলাকে হোস্টেলে প্রবেশ করতে দেখা যায়। প্রতিরক্ষা বিশ্লেষক অভিজিত্ আইয়ার মিত্র উল্লেখ করেন, দিল্লিতে সূর্যাস্ত ছিল বিকাল ৫ টা ৩৭ মিনিটে এবং ভিডিওতে মনে হচ্ছে দিনের আলো আছে। যার অর্থ হল ঐশী মুখোশধারী গুন্ডাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের পাশে ছিলেন না। উল্টে ঐশী নিজেই তাদের বিশ্ববিদ্যালয় ঢোকার রাস্তা দেখিয়ে দিয়েছে। ফলে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ঐশী ঘোষ সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।