আন্দামান ও নিকোবর নাম বদলে ‘শহিদ ও স্বরাজ’ করার আর্জি নেতাজি পরিবারের
কলকাতা: এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে ‘শহিদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ’ রাখার দাবি উঠল। এই আর্জি জানিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের অন্যতম সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি’র সহ-সভাপতি চন্দ্রকুমার বসু। নেতাজিকে সম্মান জানাতেই এই প্রস্তাব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চন্দ্র কুমার বসু চিঠিতে লিখেছেন, ইউনাইটেড ইন্ডিয়ার জাতীয় পতাকা উত্তোলনের ৭৫তম বর্ষপূর্তিতে ৩০ ডিসেম্বর পতাকা উত্তোলন করবেন আপনি (নরেন্দ্র মোদী)। ইউনাইটেড ইন্ডিয়ার প্রথম প্রধানমন্ত্রী সুভাষ চন্দ্র বসু যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, ঠিক সেখানেই পতাকা উত্তোলন করবেন আপনিও। সেখানকার মানুষের দীর্ঘ দিনের আর্জি, আন্দমান ও নিকোবার দীপের নামকরণ করা হোক নেতাজির দেওয়া নামেই। ভারত সরকার ওই দুই দীপের নাম পরিবর্তন করে শহিদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ করুক, তাঁরা এটাই চায়।
https://t.co/71QyKp86SC Demand of the people of our great nation rename Andaman&Nicobar Islands as Shaheed &Swaraj Islands as named by #NetajiSubhasChandraBose 1st Prime Minister ofUnitedfreeIndia. @narendramodi @AmitShah @rajnathsingh @PiyushGoyal @nitin_gadkari @MenonArvindBJP
— Chandra Kumar Bose (@Chandrabosebjp) 13 November 2018
চন্দ্র কুমার বসু জানিয়েছেন, প্রধানমন্ত্রী আন্দামান ও নিকোবার দ্বীপের নাম পরিবর্তন করার কথা ঘোষণা করলে তাতে নেতাজিকেই সম্মানিত করা হবে। চলতি বছরের শেষে পোর্ট ব্লেয়ার যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের ৩০ তারিখ নেতাজি কর্তৃক গঠিত ইউনাইটেড ইন্ডিয়া সরকারের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনেই সেখানে যাবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারের জিমখানা মাঠে ইউনাইটেড ইন্ডিয়ার তেরেঙ্গা উড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবছর সেখান থেকেই পতাকা উত্তোলন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।