Monday, March 17, 2025
দেশ

অখণ্ড ভারত তৈরিতেই ৩৭০ বাতিলের সিদ্ধান্ত: মোদী

নাসিক: বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিকে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে অখণ্ড ভারতের স্বপ্নকে সফল করার জন্য। অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার নাসিকে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী।

এদিন কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যুগ যুগ ধরে কাশ্মিরীদের কংগ্রেস বঞ্চিত করেছে। তবে ৩৭০ ধারা বিলোপের পর কেন্দ্রীয় সরকার কাশ্মীর উপত্যকায় ‘নতুন ভূস্বর্গ’ তৈরি করতে উদ্যোগ নিয়েছে।

মোদী বলেন, জম্মু ও কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলা হিংসা থেকে বেরিয়ে আসার সংকল্প করেছেন সেখানকার তরুণ, মা-বোনেরা। তাঁরা উন্নয়ন এবং চাকরি চান। তাই তাঁদের জন্য উপত্যকাকে ‘নতুন ভূস্বর্গ’ তৈরির সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে তাঁর সরকার। আপনারাও কাশ্মিরীদের দেখলে কোলাকুলি করুন। বুঝিয়ে দিন যে তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণ করার এই লড়াইয়ে সকলে তাঁদের পাশে রয়েছেন।

মোদী আরও বলেন, ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গোটা দেশের মানুষ। অখণ্ড ভারত তৈরির জন্যই লক্ষ্যেই ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে। আগামীতে তা পূরণ হওয়ার পাশাপাশি সত্যি হবে জম্মু ও কাশ্মীরের মানুষের স্বপ্নও।