Sunday, September 15, 2024
দেশ

AMU থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দেওয়ার দাবি জানাল বিজেপি

লখনউ: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU) নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দেওয়ার দাবি জানালেন আলিগড়ের বিজেপি সাংসদ সতীশ গৌতম। তাঁর মতে, ঐতিহ্যবাদী এই বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘মুসলিম’ শব্দ যুক্ত থাকায় অনেকেই অস্বস্তি বোধ করেন। এই কারণে বিশ্ববিদ্যালয়ের নাম বদলের পক্ষে সওয়াল করেছেন তিনি। এ ক্ষেত্রে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম ‘আলিগড় বিশ্ববিদ্যালয়’ রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।

যদিও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিপক্ষে এই বিজেপি সাংসদ। সতীশ গৌতমের মতে, ভারত একটি হিন্দু রাষ্ট্র। সে কারণে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নাম থেকে হিন্দু শব্দটি বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই।

এর আগেও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মন্তব্য করে সংবাদ শিরোনামে আসেন সতীশ গৌতম। কিছুদিন আগে দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসবাদীদের আখড়া’ বলে মন্তব্য করেছিলেন তিনি। তাঁর এই মন্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এই প্রসঙ্গে সতীশ গৌতমের বলেছিলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব হল প্রতিটি অন্যায় সম্পর্কে সরব হওয়া। জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত কোনও ইস্যুতে আমি কখনই চুপ থাকতে পারি না।