Monday, March 24, 2025
দেশ

৩৭০ ধারা বাতিলের ফলে সন্ত্রাসবাদ শেষ হবে এবং ওই এলাকার উন্নয়ন হবে: অমিত শাহ

চেন্নাই: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করায় জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদ শেষ হবে এবং ওই এলাকার উন্নয়ন হবে। রবিবার চেন্নাইতে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুপ উপরে লেখা একটি বইয়ের উদ্বোধন করতে এসে একথা জানান অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া দরকার ছিল, কেননা এটি দেশের জন্য লাভজনক নয়।


তামিল সুপারস্টার রজনীকান্তও এ ব্যাপারে মোদী সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং অমিত শাহের সংসদের ভাষণ নিয়ে তাঁকে অভিনন্দন জানান। রজনীকান্ত বলেন, অমিত শাহকে হার্দিক অভিনন্দন। যে ভাবে উনি ব্যাপারটা ঘটিয়েছেন এবং সংসদে যে ভাষণ দিয়েছেন তা চমৎকার। একই সঙ্গে তিনি অমিত শাহ ও মোদীর জুটিকে কৃষ্ণ এবং অর্জুনের সঙ্গেও তুলনা করেন।

৫ই আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এবং রাজ্য সভায় জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত পাশ হয়ে যায়।