Sunday, September 15, 2024
দেশ

ওড়িশায় আরও ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করল রিলায়েন্স

ভুবনেশ্বর: মেক ইন ওড়িশা কনক্লেভে সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করলেন, আগামী তিন বছরে ওড়িশায় সংস্থার বিভিন্ন ব্যবসায় ৩০০০ কোটি টাকা আরও বিনিয়োগ করবে রিলায়েন্স। এদিন বিনিয়োগের পরিমাণ ঘোষণার পরপরই করতালিতে আম্বানিকে স্বাগত জানান উপস্থিত সকলে।

মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্স ইতিমধ্যেই ৬০০০ কোটি টাকা লগ্নি করেছে ওড়িশায়। আগামী তিন বছরে আরও ৩০০০ কোটি টাকা বিভিন্ন ব্যবসার খাতে বিনিয়োগ করবে সংস্থা। ইতিমধ্যেই ওড়িশায় প্রচুর কর্মসংস্থান করেছে সংস্থা বলেও জানান মুকেশ আম্বানি। পাশাপাশি ওড়িশা রাজ্যকে বিনিয়োগের আদর্শ স্থান হিসেবে গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ধন্যবাদ জানান মুকেশ আম্বানি।

এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান দাবি করেন, আরও অতিরিক্ত ৩০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণায় সবমিলিয়ে প্রায় ৩০,০০০ মানুষের সেই রাজ্যে চাকরি হবে। এর পাশাপাশি ওড়িশার বিভিন্ন শহর এবং ৪৩ হাজার গ্রামেও জিও-র কানেক্টিভিটি দুর্দান্ত ৷ ডেটা ব্যবহারের দিক থেকেও দেশের অন্যান্য রাজ্যগুলির থেকে অনেকাংশেই এগিয়ে রয়েছে ওড়িশা বলেও জানান মুকেশ আম্বানি।