Saturday, June 21, 2025
Latestদেশ

ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে ‘রানি ঝাঁসি স্মারক মহল’ করা হোক: সুব্রহ্মণ্যম স্বামী

নয়াদিল্লি: কলকাতা পোর্ট ট্রাস্টের পর এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের দাবি জানালন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে রানি লক্ষ্মীবাই স্মারক মহল রাখার দাবি জানিয়েছেন তিনি। টুইটারে এই দাবি জানালেন সুব্রহ্মণ্যম স্বামী।

টুইটে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, আমি নমোর মতামতকে স্বাগত জানাই। কলকাতার ইতিহাসকে ফিরে দেখা উচিৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে ঝাঁসির রানি লক্ষ্মীবাই স্মারক মহল করা। ১৮৫৭ সালে ঝাঁসির রানিকে বিশ্বাসঘাতকতার পর ব্রিটিশরা ভারত দখল করে এবং ৯০ বছর ধরে ভারতে লুটতরাজ চালায়।


দু’দিনের সফরে কলকাতায় এসে রবিবার সকালে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে কলকাতা বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা বন্দরের নাম বদলে নতুন নাম দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর।

প্রধানমন্ত্রী বলেন, কলকাতা বন্দর শুধুমাত্র জাহাজ আসা যাওয়ার জন্য নয়। কলকাতা বন্দরের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। ভারতের আত্মনিভর্তার প্রতীক এই বন্দর। নতুন ভারতের প্রতীক বানাতে হবে এই বন্দরকে।