Sunday, September 15, 2024
দেশ

ভোটের আগে RBI থেকে ২৮ হাজার কোটি টাকা পাচ্ছে মোদী সরকার

নয়াদিল্লি: মোদী সরকারের এটা অনেক দিনের দাবি ছিল। অবশেষে সেই দাবি মেনে নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আসন্ন লোকসভা ভোটের আগে যা বড় প্রাপ্তি হল মোদী সরকারের কাছে। অন্তর্বর্তী ডিভিডেন্ড হিসেবে কেন্দ্রীয় ব্যাঙ্ক সরকারকে ২৮ হাজার কোটি টাকা দেবে। সোমবার রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্রীয় সরকারের দীর্ঘ বৈঠকের পরে ঘোষণা করে আরবিআই।

RBI-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, লিমিটেড অডিট রিভিউর ভিত্তিতে এবং ইনোকনিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক প্রয়োগের পরে ২৮ হাজার কোটি টাকা উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় সরকারকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া ষান্মাসিকের জন্য এই অন্তর্বর্তী উদ্বৃত্ত পাচ্ছে মোদী সরকার।

সদ্য পেশ হওয়া বাজেটে কৃষক, শ্রমিক-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষের জন্য এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার। এই সময়ে সরকারের প্রয়োজন ছিল অর্থের। প্রকল্পগুলি চালু করতে আর আর্থিক সমস্যা রইল না নরেন্দ্র মোদী সরকারের। এই নিয়ে পরপর দু’বছর কেন্দ্রকে অর্থ হস্তান্তর করতে চলেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।