২০১৯-২০ অর্থবর্ষে ভারতের জিডিপির বৃদ্ধির হার হবে ৭.৪ শতাংশ: আরবিআই
নয়াদিল্লি: ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের জিডিপির (গ্রস ডোমেস্টিক প্রোডাকশন) বৃদ্ধি ৭.৪ শতাংশ হারে হবে বলে ভবিষ্যদ্বাণী করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। এর পাশাপাশি রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রেখে ৬.৫০ ও ৬.২৫ শতাংশ রাখার ঘোষণাও হয়েছে।
আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের জিডিপি-র হার গড়ে ৭.৪ শতাংশ থাকবে। তবে প্রথম অর্ধে জিডিপির হার থাকবে ৭.৫ শতাংশ। সংস্থার মতে, বর্তমান অর্থবর্ষের শেষ ভাগে মুদ্রাস্ফীতির হার কমে ২.৭ থেকে ৩.২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। তেলের দাম কমা ও স্থানীয় বাজারে খাদ্যদ্রব্যের দাম কমায় অক্টোবরে মুদ্রাস্ফীতির হার অনেকটা কমে ৩.৩১ শতাংশে নেমে আসে। আগামিদিনে তা আরও কিছুটা কমবে বলে আরবিআই জানিয়েছে।
বর্তমানে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপির হার ৭.১ শতাংশ । যেখানে প্রথম ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২০১৮) জিডিপির হার ছিল ৮.২ শতাংশ। তবে আবার ধীরে ধীরে বাজার ঘুরে দাঁড়াচ্ছে। এদিকে, আমেরিকার সব থেকে বড় ব্যাঙ্ক সিটি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালের প্রথম ৬ মাস ৭.৬ শতাংশ ও সারা বছর ৭.৪ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি থাকার সম্ভাবনা আছে।