Tuesday, March 25, 2025
Latestদেশ

উৎসবের মরশুমে ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

নয়াদিল্লি: অর্থনীতিকে চাঙ্গা করতে ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার ০.২৫% হারে রেপো রেট কমিয়ে সুদের হার স্থির করা হয় ৫.১৫%। এই নিয়ে টানা ৫ বার রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। গত আট মাসে রিজার্ভ ব্যাঙ্ক দফায় দফায় সুদের হার কমিয়েছে। একই সঙ্গে এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.১৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন।

রিভার্স রেপো রেট রাখা হয়েছে ৪.৯০%। নিজেদের ‘অ্যাকোমডেটিভ’ অবস্থান বজায় রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। সংবাদমাধ্যমকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে জন্য যতদিন প্রয়োজন, ততদিন এই অ্যাকোমোডেটিভ স্টান্স বজায় রাখবে রিজার্ভ ব্যাংক।

রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপে বাড়ি, গাড়ি, ব্যাক্তিগত ও অন্যান্য ঋণের সুদের হার কমবে। ফলে চাপ কমতে পারে EMI-এর। এদিন মানিটারি পলিসি কমিটির মোট ছয়জন সদস্যের প্রত্যেকেই রেপো রেট কমানোর পক্ষে মত দেন। চেতন ঘাটে, পমি দুয়া, মাইকেল দেবব্রত পাত্র, বিভু প্রসাদ কানুনগো ও শক্তিকান্ত দাস ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেন। তবে রবীন্দ্র এইচ ঢোলাকিয়া ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা বলেন।