Tuesday, March 25, 2025
খেলা

২০২১ পর্যন্ত ভারতের হেড কোচ রবি শাস্ত্রী

মুম্বাই: জল্পনার অবসান। ভারতীয় দলের কোচ হলেন রবি শাস্ত্রী। পাঁচটি প্যারামিটারের বিচারে ক্রিকেট অ্য়াডভাইজারি কমিটি রবি শাস্ত্রীকেই কোচ বেছে নিল। কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রাঙ্গাস্বামীর পয়েন্টের বিচারে শাস্ত্রীর হাতে ২০২১ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হল।

শুক্রবার সকাল থেকে বৈঠকের পর শাস্ত্রীকেই কোচের পদে চূড়ান্ত করা হল। টম মুডি ও মাইক হেসনের সঙ্গে জোর টক্কর চললেও শেষপর্যন্ত হেড কোচের পদে রবি শাস্ত্রীতেই সিলমোহর দিল কপিল দেবদের কমিটি।


এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় দলে টিম ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন শাস্ত্রী। ২০১৭ জুলাই থেকে টিম ইন্ডিয়ার কোচের পদে রয়েছেন রবি শাস্ত্রী। এবার তৃতীয় বারের জন্য রবি শাস্ত্রীকেই কোচের পদে বেছে নিল কমিটি।

শাস্ত্রীর কোচিংয়ে ২১টি টেস্ট খেলে ভারত জয় পেয়েছে ১১টি ম্যাচে, হেরেছে ৭ ম্যাচ। ভারত ৩ বার ম্যাচ ড্র করেছে। জয়ের রেকর্ড ৫২.৩৮ শতাংশ।

ওডিআই- ২০১৭-২০১৯ সাল পর্যন্ত শাস্ত্রী জমানায় ভারত ৬৩টি ওডিআই ম্যাচ খেলে ৪৫টিতে জয় পেয়েছে। হেরেছে ১৫টিতে। ম্যাচ টাই হয়েছে দুবার। একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। সাফল্যের হার ৬৯.৪৪ শতাংশ।

টি-টোয়েন্টি- শাস্ত্রী জমানায় ৩৭ ম্যাচে কোহলিরা ২৫টিতে জিতেছে। হেরেছে ১১ ম্যাচে। একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। সাফল্যের হার ৭১.৬৭ শতাংশ।