ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর-আলিয়া
মুম্বাই: ২০২০-র ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর কাপুর-আলিয়া ভাট। প্রায় দু’বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র মুক্তির পরই সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি। এই ছবিতেই প্রথমবার অনস্ক্রিনে একসঙ্গে দেখা যাবে রণবীর-আলিয়াকে।
বিয়ের খবরটি প্রথম প্রকাশ্যে আনেন বলিউডের জনপ্রিয় ফিল্ম সমালোচক তথা সাংবাদিক রাজীব মাসন্দ। তিনি জানান, ইতিমধ্যেই পরিবারের সমস্ত সদস্যদের বিয়ের নিমন্ত্রণ জানানো হয়ে গিয়েছে। সম্ভবত জয়পুরেই বসতে পারে গ্র্যান্ড বিয়ের আসর!
এই সপ্তাহেই রণবীরের পিসতুতো ভাইয়ের বিয়েতে হাজির হয়েছিলেন আলিয়া। পাশাপাশি, গত শনিবারই ঋষি কাপুরের অসুস্থতার খবর পেয়ে রণবীরের সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন আলিয়া।
ভাট পরিবারও ইতিমধ্যেই রণবীরকে জামাই হিসাবে মেনে নিয়েছে। গত বছর মহেশ ভাট দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর সম্পর্কে বলেছিলেন, অবশ্যই রণবীর-আলিয়া প্রেম করছে। তোমাকে খুব বেশি জিনিয়াস হতে হবে না সেটা জানার জন্য। আমি রণবীরকে ভালোবাসি। রণবীর খুব ভালো ছেলে।