‘হাউসফুল-৪’ থেকে নানাকে বাদ দিয়ে নেওয়া হল ‘বাহুবলী’ তারকা রানা দগ্গুবতিকে
মুম্বাই: বলিউড এখন #MeToo ঝড়ে উত্তাল। যার জেরে অভিযুক্ত অভিনেতা, পরিচালক ও সঙ্গীত শিল্পীদের বিভিন্ন প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি যৌন হেনস্থার দায়ে ইতিমধ্যে অনু মালিককে ‘ইন্ডিয়ান আইডল’- এর বিচারকের আসন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ‘হাউসফুল-৪’ এর একটি গুরুত্বপূর্ণ চরিত্র থেকে সরানো হয়েছে নানা পাটেকরকে। তার জায়গায় নেওয়া হয় বাহুবলী খ্যাত অভিনেতা রানা দগ্গুবতিকে।
এর আগে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় অভিনেতা নানা পাটেকর ও সাজিদ খানের সঙ্গে কাজ না করার কথা বলেন অক্ষয় কুমারও। যতক্ষণ না বিষয়টির মীমাংসা হচ্ছে ততক্ষণ শ্যুটিং করবেন না বলে জানিয়ে দেন অক্ষয়। আর এর ঠিক পরপরই হাউসফুল ৪-এর পরিচালনা থেকে সরানো হয় সাজিদ খানকে। তাঁর জায়গায় ছবিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ফারহাদ সামজিকে।
Heading to the sets of Housefull 4. Shooting in Mumbai after a very long time!!
— Rana Daggubati (@RanaDaggubati) 2 November 2018
এদিকে ‘হাউসফুল ৪’ এর মত ছবিতে কাজ করার ডাক পাওয়ায় উচ্ছ্বসিত রানা দগ্গুবতি। বিশেষ করে অক্ষয়ের সঙ্গে কাজ করার সুযোগ মেলায় বেশ খুশি রানা। পাশাপাশি বহুদিন পর মুম্বাইয়ে কাজ করতে আসছেন বলেও জানান তিনি। ‘মুম্বাই মিরর’-কে দেওয়া সাক্ষাৎকারে রানা বলেন, হায়দরাবাদের বাইরে কাজ করার সুযোগ সব সময়ই একটা অন্যরকম অভিজ্ঞতা। আমি হাউসফুলের মতো ছবিতে আগে কখনও কাজ করেনি। সবসময়ই ভিন্ন ধরনের ছবিতে কাজ করায় একটা আলাদা উত্তেজনা থাকে। পাশাপাশি অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শ্যুটিংয়ের সময় যৌন হেনস্থার অভিযোগ আনেন তনুশ্রী দত্ত। এরপর থেকে বলিউডে শুরু হয় #MeToo ঝড়। একের পর এক তাবড় তাবড় সব পরিচালক, অভিনেতা, সঙ্গীত শিল্পীদের বিরুদ্ধে আসতে থাকে যৌন হেনস্থার অভিযোগ।