জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলে সই করলেন রাষ্ট্রপতি
নয়াদিল্লি: আগেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছিল কাশ্মীর পুনর্গঠন বিল। শুধুমাত্র অপেক্ষা ছিল রাষ্ট্রপতির সইয়ের। শুক্রবার বিলে স্বাক্ষর করে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে কাশ্মীর পুনর্গঠন বিল পরিনত হল আইনে।
জম্মু-কাশ্মীর ভেঙে তৈরি হল দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- জম্মু-কাশ্মীর ও লাদাখ। জম্মু-কাশ্মীরে থাকবে বিধানসভা। তবে লাদাখে থাকবে না। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় পুলিশ-প্রশাসন থাকবে স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে।
গত সোমবার রাজ্যসভায় প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলটির পক্ষে ভোট পড়ে ৩৭০টি এবং বিপক্ষে ভোট পড়ে ৭০টি। এরপর বুধবার পাশ হয় লোকসভায়। আর শুক্রবার সেই পাশ হওয়া বিলে পড়ল রাষ্ট্রপতির শিলমোহর।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেছেন, ‘একটা পরিবার হিসেবে দেশের স্বার্থে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। একটা ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন জম্মু, কাশ্মীর, লাদাখের ভাই-বোনেরা। তাঁদের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। তাই সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়েছে।’
উল্লেখ্য, গত পাঁচদিনে জম্মুতে কোনো রকম সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা না ঘটার ফলেই জম্মু থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে।