কোনওভাবেই কঠোর পরিশ্রমী মোদীকে মোকাবিলা করতে পারবেন না রাহুল গান্ধী: রামচন্দ্র গুহ
কোজিকোড: সোনিয়া ও রাহুল গান্ধীকে বেনজির আক্রমণ করলেন বিখ্যাত ঐতিহাসিক রামচন্দ্র গুহ। তাঁর মতে পরিবারতন্ত্রের রাজনীতিতে ভোগা কংগ্রেসের রাহুল গান্ধীর পক্ষে কোনওভাবেই কঠোর পরিশ্রমী নরেন্দ্র মোদীর মোকাবিলা করা সম্ভব নয়।
কেরলের কোজিকোডে এক অনুষ্ঠান মঞ্চ থেকে রামচন্দ্র গুহ বলেন, রাহুল গান্ধীকে নির্বাচন করে ভুল করেছে কেরলের মানুষ। তিনি মনে করেন, স্বাধীনতা সংগ্রামের সময়ের মহান দল কংগ্রেস এখন পরিবারিক সম্পত্তি হয়ে গেছে।
বিখ্যাত এই ঐতিহাসিক মনে করেন, দেশের নতুন প্রজন্ম গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্মকে চায় না। ভারতীয় রাজনীতিতে রাহুলের সফলতার সম্ভাবনাও কম। সোনিয়া নেতৃত্বাধীন কংগ্রেসের দুর্বলতার জন্যই হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
রামচন্দ্র গুহ বলেন, রাহুল গান্ধীর সাথে আমার কোনও শত্রুতা নেই। রাহুল যথেষ্ঠ ভদ্র এবং সুশৃঙ্খল স্বভাবের মানুষ। তবে নতুন ভারত পরিবারতন্ত্রের পঞ্চম প্রজন্মের ফসলকে চায় না। কেরলের জনগণ রাহুল গান্ধীকে নির্বাচিত করে মস্তবড় ভুল করেছে। ২০২৪-এর লোকসভা ভোটে যদি একই ভুল করা হয়, তাহলে মোদীকেই সুবিধা পাইয়ে দেওয়া হবে।
রামচন্দ্র গুহ আরও বলেন, নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় সুবিধা হল তিনি রাহুল গান্ধী নন। মোদী নিজেই কষ্ট করে, পরিশ্রম করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে তিনি ১৫ বছর ধরে তিনি গুজরাট পরিচালনা করেছেন এবং প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি উল্লেখযোগ্যভাবে কঠোর পরিশ্রম আগেও করেছেন, এখনও করে চলেছেন। তিনি কথায় কথায় ছুটি কাটাতে ইউরোপে যান না। পাশাপাশি, সোনিয়া গান্ধীকে আক্রমণ করে তাঁর অবস্থানকে ‘মোগল রাজবংশের সমাপ্তি’-র সঙ্গে তুলনা করেন তিনি।