রাম মন্দির দেশে শান্তি বয়ে আনবে, হিন্দু-মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবে: শ্রী শ্রী রবি শঙ্কর
নাগপুর: অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোধ্যায় বিতর্কিত পুরো ২.৭৭ একর জমি ভগবান রাম লাল্লার। অযোধ্যার বিতর্কিত মামলায় শীর্ষ আদালত-নির্ধারিত মধ্যস্থতা কমিটির অংশ ছিলেন আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবি শঙ্কর। তিনি জানান, প্রস্তাবিত রাম মন্দির দেশে শান্তি বয়ে আনবে এবং দুই সম্প্রদায়ের মধ্যেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবে।
রবি শঙ্কর জানান, দীর্ঘদিন ধরে এই দেশ অযোধ্যাতে ভগবান রাম চন্দ্রের এক বিরাট মন্দিরের স্বপ্ন দেখেছে। তিনি বলেন, এটি দেশে শান্তি বয়ে আনবে এবং দুই সম্প্রদায়ের মধ্যেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবে। দীর্ঘদিন ধরে এই দেশ বিশাল রাম মন্দিরের যে স্বপ্ন দেখেছে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
রবি শঙ্কর নিজে অযোধ্যা বিতর্কের মধ্যস্থতা কমিটিতে ছিলেন। তিনি বলেন, কাজটি সম্পন্ন হয়েছে। আমরা এর আগে যা বলেছিলাম তাই হয়েছে। সিদ্ধান্তও একই হয়েছে। রবি শঙ্কর বলেন, রাম মন্দিরের কাজ শীঘ্রই শুরু হবে।
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, অযোধ্যায় বিতর্কিত পুরো ২.৭৭ একর জমি রাম লাল্লারই। শীর্ষ আদালত তার রায়ে, অযোধ্যাতে মসজিদ নির্মাণের জন্য মামলার সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর জমি বরাদ্দ করার জন্যও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে।