করোনা আক্রান্ত ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্য গোপাল দাস, অযোধ্যায় তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী
লখনউ: গত ৫ আগস্ট ভূমিপুজোর মাধ্যমে শুরু হয়েছে রাম মন্দিরের নির্মাণ কাজ। ৪০ কেজি রূপোর ইট দিয়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্য গোপাল দাস। ভূমিপুজোর ৯ দিনের মাথায় করোনা আক্রান্ত হলেন মহন্ত নৃত্য গোপাল দাস।
কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সম্প্রতি মথুরার সীতারাম মন্দিরে ছিলেন ৮৪ বছর বয়সী মহন্ত। বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। সঙ্গে জ্বরও ছিল। এরপর তাঁর করোনা পরীক্ষা করা হয়। করোনা রিপোর্ট পজিটিভ আসে।
উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) আওয়ানিশ আওয়াস্তি বলেন, মহন্ত নৃত্য গোপাল দাসের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মহন্তের শারীরিক অবস্থা নিয়ে তথ্য চেয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উনি মথুরার জেলাশাসক এবং মহন্ত অনুগামীদের সঙ্গে কথা বলেছেন।
জানা গিয়েছে, নয়াদিল্লির মেদান্ত হাসপাতালের নরেশ ত্রেহানের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মহন্তের জরুরি চিকিৎসায় নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি, মথুরার জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মহন্তের যতটা সম্ভব ভালো চিকিৎসা নিশ্চিত করার।
উল্লেখ্য, ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিন মঞ্চে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, আরএসএস প্রধান মোহন ভাগবত, প্রধানমন্ত্রী ও মহন্ত নৃত্য গোপাল দাস।


