Thursday, September 19, 2024
দেশ

অযোধ্যাতেই রাম মন্দির তৈরি হওয়া উচিত: অপর্ণা যাদব

লখনউ: রামায়ণে উল্লেখ আছে রামজন্মভূমির তাই অযোধ্যাতেই রাম মন্দির তৈরি হওয়া উচিত। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন সপা সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের ছোট ছেলের বউ অপর্ণা যাদব। শিবপাল যাদব ঘনিষ্ঠ মুলায়ম যাদবের ছোট ছেলের বউয়ের এই মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

কয়েকদিন আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অপর্ণা যাদবের বাড়ির গোশালা পরিদর্শনে এসেছিলেন। তারপর থেকে অপর্ণা যাদবের বিজেপিতে যোগ দান নিয়ে জল্পনা চলছিল। যদিও সেসময় অপর্ণা সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। তবে রাম মন্দির নিয়ে এই অপর্ণার এই মন্তব্য আবার নতুন করে সেই জল্পনাকে উসকে দিয়েছে।

প্রসঙ্গত, অখিলেশের সঙ্গে শিবপাল যাদবের বিবাদের পর থেকে অপর্ণা এবং মুলায়মের ছোটছেলে প্রতীক কাকার শিবিরেই ঠাঁই নিয়েছেন। সমাজবাদী পার্টি থেকে বেরিয়ে এসে নিজের আলাদা দল তৈরি করেছেন শিবপাল যাদব। শোনা যাচ্ছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে শিবপাল যাদবের দলের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অপর্ণা যাদব।