পাথর, ১০ হাজার তামার রড দিয়ে তৈরি হবে রাম মন্দির, টিকবে ১ হাজার বছর
অযোধ্যা: শুরু হয়ে গেল অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ। গত ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজোয় উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির তৈরি হবে পাথর দিয়ে। থাকবে না কোনও লোহা। পাথরের তৈরি মন্দির টিকে থাকবে ১ হাজার বছর।
বুধবার রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ভারতের প্রাচীন ঘরানা ও ঐতিহ্য মেনে তৈরি করা হবে রাম মন্দির। এমন ভাবে মন্দির তৈরি করা হবে, যাতে ভূমিকম্প, ঝড় বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগে কোনও ক্ষতি না হয় মন্দিরের।
চম্পত রাই জানিয়েছেন, প্রায় ৩৬-৪০ মাসের মধ্যে শেষ হবে মন্দির তৈরির কাজ। মন্দির নির্মাণের কাজে তামা ব্যবহার করা হবে। ১৮ ইঞ্চি লম্বা, ৩০ মিলিমিটার চওড়া এমন তামার রড লাগবে। গোটা নির্মাণের জন্য ১০ হাজারের মতো রড লাগবে। মন্দির নির্মাণে দেশবাসীকে তামার প্লেট দান করার আহ্বান জানানো হয়েছে। যাঁরা তামার প্লেট দেবেন, তাঁরা প্লেটের গায়ে নিজের বা নিজের পরিবারের নাম বা নিজেদের জায়গার নাম খোদাই করতে পারবেন।
জানা গিয়েছে, ভূমিকম্পের হাত থেকে বাঁচাতে রাম মন্দিরে নির্মাণে রুরকির কেন্দ্রীয় ভবন গবেষণা কেন্দ্র (CBRI) এবং IIT মাদ্রাসের বিশেষজ্ঞদের নিয়োগ করেছে ট্রাস্ট। মন্দিরের গর্ভগৃহটি প্রায় ২-৩ একর জমির উপরে নির্মিত হবে এবং তাতে থাকবে ১,২০০টি থাম। প্রতিটি থামের ব্যাস হবে এক মিটার এবং সেগুলি ভূপৃষ্ঠের ৩০ মিটার গভীর পর্যন্ত যাবে। এই থামগুলির উপরে বসবে দুই ফিট উঁচু কংক্রিটের বেদি, যার উপরে তৈরি হবে মন্দিরের ভিত।
চম্পত রায় জানান, আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে মন্দিরের ভিত নির্মাণ করা হচ্ছে। যাতে তা কমপক্ষে ১,৫০০ বছর টিকে থাকে এবং মন্দিরের কাঠামো যাতে অন্তত ১,০০০ বছর অটুট থাকে।


