Saturday, June 21, 2025
Latestদেশ

৬ ডিসেম্বর থেকে রাম মন্দির গড়ার ডাক সাক্ষী মহারাজের

অযোধ্যা: সুপ্রিম কোর্টে রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি শেষ হয়েছে গত বুধবার। এ মামলার রায় কী হবে সেই দিকেই তাঁকিয়ে রয়েছে গোটা দেশ। এর মাঝেই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের দাবি, আগামী ৬ ডিসেম্বর থেকেই শুরু হবে অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ।

প্রসঙ্গত বলে রাখি, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরই ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। সাক্ষী মহারাজ বলেন, যেদিন এই কাঠামোটিকে ভেঙে দেয়া হয়েছিল সেই তারিখেই মন্দির নির্মাণ শুরু করা উচিৎ। বিষয়টা একেবারেই যুক্তিগ্রাহ্য।

বিজেপি সাংসদ বলেন, রাম মন্দির নির্মাণ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্ন সফল হবে। তিনি আরও বলেন, এই মন্দির নির্মাণে হিন্দু ও মুসলমানদের একসঙ্গে কাজ করা উচিৎ।

সাক্ষী মহারাজের কথায়, সুন্নি ওয়াকফ বোর্ডকে এই সত্যটি মেনে নিতেই হবে যে বাবর তাদের পূর্বপুরুষ ছিলেন না, তিনি একজন হানাদার ছিলেন।