Saturday, February 8, 2025
দেশ

ফের ৩০ দিনের প্যারোলে মুক্তি পেলেন ধর্ষক-খুনি রাম রহিম, বিতর্ক তুঙ্গে 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হরিয়ানার সুনারিয়া জেল থেকে মঙ্গলবার পুনরায় ৩০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। ২০১৭ সালে ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, এই ঘটনা প্রকাশ করার জন্য এক সাংবাদিককে হত্যার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তবে, জেলে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬ বারের বেশি প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম। এবার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তাঁর মুক্তি নিয়ে বিরোধী শিবিরের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ উঠেছে।

জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্যারোলের শর্ত অনুযায়ী রাম রহিম প্রথম ১০ দিন সিরসায় নিজের আশ্রমে এবং বাকি ২০ দিন বাগপতে অবস্থান করবেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং সকাল সাড়ে ৭টায় তিনি সিরসার আশ্রমে পৌঁছান।

রাম রহিমের মুক্তি নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিরোধীরা অভিযোগ করছেন, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে রাম রহিমের বিপুল সংখ্যক অনুগামী রয়েছে। ভোটের আগে তাঁর মুক্তি নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগেও ২০২০ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের তিনদিন আগে ২০ দিনের প্যারোলে এবং লোকসভা নির্বাচনের আগে ৫০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।

এই ঘটনায় আইনের শাসন এবং প্যারোল নীতির যথাযথ প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক চাপের কারণে বারবার রাম রহিমের মতো অপরাধী প্যারোলে মুক্তি পাচ্ছেন, যা ন্যায়বিচার ব্যবস্থার প্রতি আস্থা ক্ষুণ্ন করছে।

দিল্লি নির্বাচনের প্রাক্কালে রাম রহিমের মুক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। বিরোধী দলগুলি এই সিদ্ধান্তকে ভোটারদের প্রভাবিত করার কৌশল হিসেবে দেখছে এবং সরকারের বিরুদ্ধে আইনের অপব্যবহারের অভিযোগ তুলেছে।