Tuesday, March 25, 2025
দেশ

অটল বিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

নয়াদিল্লি: ২০১৮ সালে স্বাধীনতা দিবসের পরের দিনই অর্থাৎ ১৬ আগস্ট প্রয়াত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তাঁর প্রথম মৃত্যু বার্ষিকীতে এদিন তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য বিশিষ্টরা। উপস্থিত ছিলেন প্রয়াত নেতার পালিতা কন্যা নমিতা কল ভট্টাচার্য ও তাঁর নাতনি নিহারিকাও।

দীর্ঘ রোগভোগের পর ২০১৮-র ১৬ আগস্ট দিল্লির এইমস হাসাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিজেপি নেতা। তাঁর শেষ যাত্রায় সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ-সহ অন্যান্য বিশিষ্টরা। দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে ‘স্মৃতি স্থল’ পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটেই গিয়েছিলেন মোদী।


কেন্দ্রে প্রথম বিজেপি সরকারের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। মোট তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। ২০১৪ সালে তাঁকে ভারত রত্ন সম্মাননায় ভূষিত করা হয়।