শিবপুজো দিয়েই ১০ জুন থেকে শুরু হচ্ছে রাম মন্দির নির্মাণের কাজ
লখনউ: লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছিল রাম মন্দির নির্মাণের কাজ। প্রথমে ঠিক ছিল রাম নবমী বা অক্ষয় তৃতীয়ার দিনই শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ। কিন্তু করোনার প্রকোপে সম্ভব হয়নি। তবে আনলক- ১-এ আগামী ৮ জুন থেকে খুলে যাচ্ছে দেশের মন্দির-মসজিদের দরজা। এই পরিস্থিতিতে ১০ জুন থেকেই শুরু হচ্ছে রাম মন্দির নির্মাণের কাজ।
জানা গিয়েছে, লঙ্কা জেতার আগে শ্রীরাম শিবের আরাধনা করেছিলেন। সেই নিয়ম নেমেই শুরু করা হচ্ছে রাম মন্দির নির্মাণের কাজ৷ রাম জন্মভূমিতে অবস্থিত শশাঙ্ক শেখর মন্দিরে ১০ জুন থেকে শুরু হতে চলেছে শিবের আরাধনা। এর পরেই শুরু করা হবে রাম মন্দির নির্মাণের কাজ।
সূত্রের খবর, ১০ জুন মন্দির নির্মাণের ফাউন্ডেশন তৈরির কোম্পানি এল অ্যান্ড টি মন্দির নির্মানের কাজ শুরু করবে৷ ১০ জুন সকাল ৮ টা থেকে শুরু হবে শিবপুজো। অন্তত ২ ঘণ্টা ধরে চলবে শিবের আরাধনা। তারপরেই শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ।
উল্লেখ্য, রাম মন্দিরের নকশা আগেই তৈরি করে রেখেছে বিশ্ব হিন্দু পরিষদ। আগে ঠিক করা ছিল মন্দিরটি মোট ১২৫ ফুটের হবে। যদিও তা বাড়িয়ে ১৬০ ফুট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের প্রথম তলা হবে ১৮ ফুটের। সেখানে থাকবে রাম লালার মূর্তি। দ্বিতীয় তলা হবে ১৫ ফুট ৯ ইঞ্চি। দ্বিতীয় তলা রাজা রামের দরবার হিসেবে গড়ে তোলা হবে।