১৭ সেপ্টেম্বর পিতৃপক্ষ শেষ হলেই শুরু হবে রাম মন্দিরের নির্মাণ কাজ: ট্রাস্ট
লখনউ: গত ৫ আগস্ট মহা ধূমধামে সম্পন্ন হয়েছে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। ভূমিপুজোয় উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিপুজো শেষ হওয়ার পর থেকেই রাম ভক্তদের মনে প্রশ্ন জেগেছে কবে শুরু হবে বহু প্রতিক্ষিত রাম মন্দিরের নির্মাণ? মন্দির কেমন হবে দেখতে? এবার রাম মন্দির তীর্থক্ষেত্রের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানালেন, শাস্ত্রমতে পিতৃপক্ষের (Pitri Paksha) সময় নিজেদের পূর্ব পুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়, তাই এই সময়টা কোনও শুভ কাজ করা হয় না। পিতৃপক্ষ শেষ হচ্ছে আগামী ১৭ সেপ্টেম্বর। তারপরই শুরু হবে রাম মন্দিরের কাজ।
জানা গিয়েছে, দেশের দুটি সংস্থা সম্পূর্ণ বিনা খরচে রাম মন্দির নির্মাণের কথা জানিয়েছে। মন্দির তৈরির আগে নির্দিষ্ট অঞ্চলে মোট ১২০০ পাথর বসানো হবে। এর জন্যে মুম্বাই ও হায়দরাবাদ থেকে মেশিনও নিয়ে যাওয়া হয়েছে।
রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের তরফে আগেই জানানো হয়েছিল, রাম মন্দির কমপক্ষে ১ হাজার বছর টিকে থাকবে! ৩৬ থেকে ৪০ মাসের মধ্যেই শেষ হবে রাম মন্দির নির্মাণের কাজ। মন্দির তৈরিতে কোনও লোহার ব্যবহার করা হবে না। ব্যবহার করা হবে ১০ হাজার তামার রডের। তাই সকল রাম ভক্তদের কাছে তামার রড দান করার আর্জি জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
কোনও টাকা না নিয়েই রাম মন্দিরের ভিত তৈরি করে দেবে লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি। মন্দির চত্ত্বর হবে ১২,৮৭৯ বর্গ মিটার এলাকা জুড়ে। ভিত তৈরির জন্য মাটির ১০০ ফুট নীচে খাড়া করা হবে ১,২০০ পাথরের পিলার।


