রাম মন্দির ট্রাস্টের প্রধান করা হোক আদিত্যনাথকে: রাম জন্মভূমি ন্যাস
অযোধ্যা: রাম জন্মভূমি ন্যাসের দাবি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই প্রকৃতপক্ষে তদারকি করতে পারবেন রাম মন্দির তৈরির বিষয়ে, তাই অযোধ্যায় রাম মন্দিরের ট্রাস্টের প্রধান করা হোক যোগীজিকেই। রাম জন্মভূমি ন্যাসের মতে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নয়, গোরক্ষপীঠের মহন্ত হিসাবেই মন্দিরের ট্রাস্টেরও প্রধান হওয়া উচিৎ যোগী আদিত্যনাথের, মত ন্যাসের।
এ প্রসঙ্গে রাম জন্মভূমি ন্যাসের নেতৃত্বদানকারী মহন্ত নৃত্য গোপাল দাস বলেন, রাম জন্মভূমি ন্যাস চায় যোগী আদিত্যনাথকেই ট্রাস্টের প্রধান করা হোক। রাম মন্দির আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছে গোরক্ষপীঠের গোরক্ষনাথ মন্দির। সেখানকার মহন্ত– মহন্ত দিগ্বিজয় নাথ, মহন্ত অবেদ্যনাথ এবং এখন মহন্ত যোগী আদিত্যনাথ মন্দির আন্দোলনের অবিচ্ছেদ্য ব্যক্তি ছিলেন। তাই যোগীজির উপর ভরসা করা যায়।
ট্রাস্টের অন্য দুই সদস্য হতে পারেন– চম্পত রায় (বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি) এবং ওম প্রকাশ সিংহল (বিশ্ব হিন্দু পরিষদের কোষাধ্যক্ষ)। মহন্ত কমল নয়ন দাস বলেন, রাম মন্দির তৈরির জন্যে প্রস্তাবিত ট্রাস্টটি মহন্ত নৃত্যগোপাল দাসের তত্ত্বাবধানেই পরিচালিত হবে। রবিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে মহন্ত কমল নয়ন দাস ন্যাসের প্রতিনিধিত্ব করেন।
প্রসঙ্গত, শনিবার সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, অযোধ্যা মামলার বিতর্কিত ২.৭৭ একর জমিই বরাদ্দ থাকবে রাম লালা বা ভগবান রামচন্দ্রের মন্দিরের জন্য। মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠনের জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সময়সীমা দেয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।