বক্সিং রিংয়ে উত্তেজক নাচ, রাখি সাওয়ান্তকে আছড়ে মাটিতে ফেললেন মহিলা কুস্তিগীর
পঞ্চকুলা: বক্সিং রিংয়ে নাচছিলেন বি-টাউনের ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্ত। কিন্তু হঠাৎই ঘটে গেল অঘটন। বক্সিংয়ের প্যাঁচে কায়দা করে রাখিকে তুলে আছড়ে ফেলেন এক মহিলা কুস্তিগীর। এরপর দেখা যায়, রিংয়ের মধ্যেই শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন রাখি। সূত্রের খবর, ভালোই চোট পেয়েছেন রাখি সাওয়ান্ত। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলার দেবী লাল স্টেডিয়ামে।
হরিয়ানার পঞ্চকুলার দেবী লাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এক কুস্তি প্রতিযোগিতার। দায়িত্বে ছিলেন দ্য গ্রেট খালি। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাখি। এক মহিলা প্রতিযোগীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তাঁর সঙ্গে লড়তে চান। তবে খানিকটা অন্য রকম ভাবে। রাখি বলেন, যেহেতু তিনি একজন ডান্সার, তাই তিনি ডান্স করবেন।
Now that’s what is called #wrestling .. looks like #RakhiSawant at her best roles .. pic.twitter.com/akEnUt0lwN
— Rohit Surana (@rohitsurana_) 12 November 2018
এই প্রস্তাবে রাজিও হন ওই মহিলা কুস্তিগীর। এরপর রিংয়ের মধ্যে এসে কোমর দুলিয়ে উত্তেজক নাচ শুরু করেন রাখি। তবে প্রতিপক্ষের প্রতিযোগী রাখির নাচ থামিয়ে দেন। এরপর শুরু হয় বচসা। অশান্তি ওঠে চরমে। বেজায় চটে যান ওই মহিলা কুস্তিগীর। সটান এসে ঘাড়ে তুলে নেন রাখিকে। তারপরেই আছড়ে ফেলে দেন রিংয়ের মধ্যে।
রাখিকে আছড়ে ফেলার পর রিংয়ের মধ্যে কয়েক সেকেন্ডের জন্যে নেচেও নেন ওই মহিলা কুস্তিগীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিড়িও। রিংয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন রাখি। পিঠে মারাত্মক চোট পান রাখি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় জিরাকপুর হাসপাতালে। এখনও সেখানে চলছে রাখির চিকিৎসা।