তনুশ্রী সমকামী, একাধিকবার ধর্ষণ করেছে আমাকে, দাবি রাখি সাওয়ান্তের
মুম্বাই: তনুশ্রী দত্ত নানা পাটেকরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তোলার পর থেকেই শিরোনামে জায়গা করেছে নিয়েছেন আরও এক অভিনেত্রী, রাখি সাওয়ান্ত। এর আগে তনুশ্রীকে তিনি মিথ্যেবাদী, ড্রাগ অ্যাডিক্ট বলেছেন। আর এবার তাঁর দাবি, তনুশ্রী নাকি সমকামী, ধর্ষণ করেছেন তাঁকে। তাও এক আধবার নয়, বারবার।
তনুশ্রী দত্তের বিরুদ্ধে রাখি সাওয়ান্তের অভিযোগ, তনুশ্রী তাঁকে একাধিকবার ধর্ষণ করেছিলেন। তনুশ্রী লেসবিয়ান বলে দাবি করে রাখি বলেন, ও ভিতর থেকে আসলে একটা পুরুষ। এমনকি তনুশ্রী রাখিকে গণধর্ষণের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন রাখি।
“Tanushree Dutta Is A Lesbian, She Raped Me 10 Years Ago“ – Rakhi Sawant
“If People Are Believing Her Allegations Against Nana Patekar, They Should Believe #MeToo“, She Added.#TanushreeDutta #RakhiSawant #MeTooIndia #TimesUp pic.twitter.com/Mye8J6URXb
— Sir Ravindra Jadeja (@SirJadeja) 24 October 2018
বুধবার গোলাপি শাড়িতে মাথা ঢেকে একটি সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ সামনে আনেন রাখি। বলেন, তনুশ্রী কোনও মেয়ে নয়, ও ছেলে। ও বারবার আমাকে ধর্ষণ করেছে। শুধু ছেলেরাই ধর্ষণ করে না, মেয়েরাও করে। আমি ওর বাড়ি গিয়েছিলাম, আমার কাছে প্রমাণ আছে। এটা ১২ বছর আগের কথা। কিন্তু যেহেতু আমি মেয়েদের সম্মান করি, তাই এ নিয়ে আগে কিছু বলিনি।
নানা পাটেকরকে নিয়ে তনুশ্রী দত্তের করা যৌন নির্যাতনের অভিযোগকে উড়িয়ে দিয়ে রাখির সাফ কথা, নানা পাটেকর মহারাষ্ট্রের গর্ব। নানার বিরুদ্ধে নোংরা অভিযোগ করা হলে তিনি তাঁর প্রতিবাদ করবেন। এবং এভাবেই করবেন। এদিকে, রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তনুশ্রী দত্ত। এ প্রসঙ্গে রাখি জানিয়েছেন, আমাকে ‘নীচু ক্লাসের মেয়ে’ বলার জন্য তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করব।
রাখি বলেছেন, আদালতে তিনি জানাবেন, তনুশ্রী কীভাবে তাঁর গোপনাঙ্গ স্পর্শ করেন। তনুশ্রী সমকামী, তিনি রাখিকে কামনা করেন। রাখির জন্য নাকি মাথাও কামান তিনি। তনুশ্রী এক ঘুমন্ত সাপিনীকে জাগিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। রাখির দাবি, #MeToo আন্দোলন করার জন্য টাকা পেয়েছেন তনুশ্রী। তাই তিনি বলিউডের বদনাম করছেন।