Thursday, June 19, 2025
Latestদেশ

এটা আমাদের বিশ্বাস, রাফায়েল শস্ত্র পুজো নিয়ে বিরোধীদের জবাব রাজনাথের

নয়াদিল্লি: ফ্রান্সে রাফায়েল যুদ্ধবিমানে চড়ার আগে সনাতনী রীতি মেনে শস্ত্র পূজা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যা নিয়ে কটাক্ষ করে বিরোধীর। আর ফ্রান্স থেকে ফিরেই ‘রাফায়েল শস্ত্র পুজো’ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথ সিং বলেন, এটা আমাদের বিশ্বাস যে সবার উপরে একটা শক্তি আছে ৷ আমি এটা ছোটবেলা থেকে মেনে এসেছি ৷

বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন রাজনাথ সিং। ফিরেই তিনি বলেন, মানুষ যা খুশি বলতে পারে। আমার যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি। আগামী দিনেও করব। এটা আমাদের বিশ্বাস যে সবার উপরে একটা শক্তি আছে। ছোট থেকেই আমি এটা মেনে এসেছি।

রাফায়েল শস্ত্র পুজো নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজেদের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করার অধিকার রয়েছে। অন্য কেউ এরকম কিছু করলেও আমার আপত্তি থাকত না। আমার মনে হয় কংগ্রেসেও এই নিয়ে বিভিন্ন মত থাকতে পারে। সবার মত তো আর এক হয় না।

রাজনাথ সিং জানান, ২০২০-এর এপ্রিল বা মে মাসের মধ্যেই ভারতে আসবে ৭টি রাফাল যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮০০ কিমি ৷ ফ্রান্সে আমাকে নিয়ে রাফায়েল বিমানটি ১৩০০ কিমি গতিবেগে উড়েছিল ৷ এই জেটগুলি হাতে পাওয়ার সমস্ত কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।