Tuesday, March 25, 2025
দেশ

প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নয়া নজির গড়লেন রাজনাথ, সওয়ার হলেন ‘তেজস’ যুদ্ধবিমানে

বেঙ্গালুরু: এক নয়া নজির গড়লেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনিই দেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী যিনি দেশীয় লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (LCA) তেজসে সওয়ার হলেন। বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটি হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড (হ্যাল) বিমানবন্দর থেকে তেজসে সওয়ার হন তিনি। রাজনাথ সিংকে তেজসে সওয়ার হওয়ার সময় দেখা যায় ভারতীয় বায়ু সেনার ফ্লায়িই স্যুটে।

সংবাদ সংস্থার তরফে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, রাজনাথ সিং পাইলটের সঙ্গে বিমানের সিড়ি বেয়ে উঠে বিমানের আসনে বসেন এবং বিমানে সওয়ার হওয়ার আগে কার্যত প্রতিরক্ষামন্ত্রীকে যথেষ্ট উত্তেজিত দেখা যায়। বিমান উড়ানের আগে একটি সাদা হেলমেট এবং একটি অক্সিজেন মাস্ক পরে নেন তিনি। বিমানের আসনে বসার পর তিনি সেখানে উপস্থিতদের উদ্দেশ্যে হাত নাড়েন। এরপর যুদ্ধবিমানটি উড়ে যায় আকাশে। প্রায় ৩০ মিনিটি আকাশে ছিলেন রাজনাথ সিং। উড়ান শেষে তিনি জানালেন, তেজস যুদ্ধবিমানের তুলনা নেই। এই যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ অত্যন্ত ভালো।


তেজসে সওয়ার হওয়ার আগে টুইটারে ছবিও শেয়ার করেন রাজনাথ সিংহ। টুইটে তিনি লিখেছেন, আজকের দিনটার জন্য তৈরি। গত শুক্রবার গোয়ার টেস্ট ফেসিলিটি সেন্টারে সফল ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করে তেজস। ঘণ্টায় ২৪৪ কিলোমিটার বেগে উড়ে এসে, ওই পরিমাণ গতি থেকে মাত্র ২ সেকেন্ডের মধ্যে মাটি ছুঁয়ে স্থির ভাবে দাঁড়িয়ে যায় যুদ্ধবিমানটি। দেশে এটাই কোনও যুদ্ধবিমানের প্রথম সফল অ্যারেস্টেড ল্যান্ডিং।

প্রাথমিকভাবে, ভারতীয় বায়ুসেনা ৪০টি তেজস বিমান তৈরির জন্য হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডকে (এইচএল) বরাত দিয়েছে। গত বছর, বিমানবাহিনী ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ৮৩টি তেজসের আরও একটি ব্যাচ সংগ্রহের জন্য হ্যালকে প্রস্তাব দেয়। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে নির্মলা সীতারামন দ্বিতীয় ভারতীয় মহিলা নেত্রী হিসাবে সুখোই -৩০ যুদ্ধবিমানে সওয়ার করেন।