Tuesday, March 25, 2025
দেশ

মোদী-অমিত শাহ জুটি কৃষ্ণ ও অর্জুনের মতো: রজনীকান্ত

চেন্নাই: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে অভিনন্দন জানালেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। প্রশংসা করতে গিয়ে মোদী- শাহ জুটির সঙ্গে কৃষ্ণ এবং অর্জুনের তুলনা করলেন তিনি।

রবিবার চেন্নাইয়ের এক বই প্রকাশের অনুষ্ঠানে গিয়ে মোদী- শাহ জুটিকে উদ্দেশ্য করে রজনীকান্ত বলনে, মিশন কাশ্মীরের জন্য আপনাদের অভিনন্দন জানাই। কাশ্মীর নিয়ে সংসদে অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, তা অনবদ্য। অমিত শাহ এবং মোদীজি ঠিক যেন কৃষ্ণ- অর্জুন জুটি। আমি আপনাদের দু’জন এবং আপনাদের মাধ্যমে গোটা দেশের মঙ্গল কামনা করি।

পাশাপাশি, উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুরও প্রশংসা করে রজনীকান্ত বলেন, বেঙ্কাইয়া নাইডু সবসময় মানুষের উন্নতির জন্য কাজ করেন। উনি ভুল করে রাজনীতিতে চলে এসেছেন। আমি মনে করি উনি একজন অসাধারণ আধ্যাত্মিক গুরু।

এদিকে, রবিবার অমিত শাহ জানিয়েছেন, কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ এবং অস্থিরতা দূর করতে ৩৭০ ধারার বাতিল করা অত্যন্ত জরুরি ছিল। মোদী সরকারের এই পদক্ষেপ কাশ্মীরকে সন্ত্রাসবাদ মুক্ত করবে এবং উন্নতির পথকে প্রশস্ত করবে।