Thursday, December 12, 2024
রাজ্য​

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা: তৃণমূল সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে গেরুয়া শিবিরে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা৷ শুক্রবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এদিন বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দেন তিনি। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এক সপ্তাহের মাথায় এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীববাবু।

শুক্রবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন ডোমজুড় সাংসদ রাজীব বন্দ্যোপাধ্যায়৷ উল্লেখ্য, আজই রাজ্যে আসছেন অমিত শাহ। সূত্রের খবর, আগামী রবিবারই হাওড়ায় অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন তিনি৷

পদত্যাগপত্র জমা দিয়ে দুই বারের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজ্য বিধানসভার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছি। আমি স্পিকারের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আগামী দিনেও আমি ডোমজুড়ের জনগণের সেবা করে যাব।

মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরে তৃণমূল নেত্রী মমতার বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ তুলেছিলেন তিনি৷ অভিযোগ করেছিলেন, তাঁকে না জানিয়েই সেচমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, নির্দল হয়ে মানুষের জন্য কাজ করা সম্ভব নয়৷ কেননা তাঁর মতে, মানুষের জন্য কাজ করতে গেলে রাজনৈতিক ছত্রছায়াতেই থাকতে হয়৷ নির্দল হয়ে সংসদীয় গণতন্ত্রে মানুষের স্বার্থে কাজ করা যায় না৷ তিনি জানিয়েছেন, শনিবার নিজের নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন তিনি৷