Friday, December 13, 2024
কলকাতা

রাজীব কুমারকে সরাচ্ছেন মমতা, কলকাতার নতুন কমিশনার অনুজ শর্মা

কলকাতা: কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরান হচ্ছে রাজীব কুমারকে। তাঁর পরিবর্তে কলকাতা পুলিশ কমিশনারের পদে বসতে চলেছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজীব কুমার ভালো অফিসার। তবে নির্বাচন কমিশনের নির্দেশের কারণে তাঁকে সরানো হচ্ছে।

সূত্রের খবর, সম্ভবত রাজীব কুমারকে পাঠানো হচ্ছে রাজ্য গোয়েন্দা দফতরে। সূত্রের খবর, রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরোর এডিজি হচ্ছেন রাজীব কুমার। অনুজের ছেড়ে যাওয়া এডিজি আইনশৃঙ্খলা পদে আনা হতে পারে সিদ্ধানাথ গুপ্তাকে।

সিবিআই জেরার পর থেকেই রাজীব কুমারকে পদ থেকে সরানোর জল্পনা শুরু হয়েছিল। অবশেষে, সেই জল্পনাতেই সিলমোহর পড়তে চলেছে। সিবিআই জেরার পরই এই বদলি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ জানুয়ারি কলকাতার পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পান রাজীব কুমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন হিসেবেই পরিচিত তিনি। একাধিকবার মুখ্যমন্ত্রীর মুখে তাঁর প্রশংসাও শোনা গিয়েছে তাঁর। তবে, ভোটের আগে এই রদবদলের কারণ নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।