প্রকাশ্যে এলেন রাজীব কুমার, আলিপুর আদালতে দেখা মিলল তাঁর
কলকাতা: প্রায় একমাস পর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার প্রকাশ্যে এলেন। আগাম জামিনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে আলিপুর আদালতে হাজির হলেন তিনি। গত মঙ্গলবার সারদা চিট ফান্ড মামলায় তাঁকে আগাম জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরই পঞ্চমীর সকালে আদালতে উপস্থিত হন তিনি।
এর আগে রাজীব কুমারকে সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার হাজির হওয়ার নোটিস দিয়েছে সিবিআই। কিন্তু তিনি প্রতিবারই এড়িয়ে গেছেন। হাইকোর্ট জানিয়েছে, যদি সিবিআই প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতার করে তাহলে ৫০ হাজার টাকার দু’টি পৃথক জামিনে তিনি তৎক্ষণাৎ মুক্ত হতে পারবেন। কলকাতা ছাড়ার জন্যও আদালতের অনুমতি প্রয়োজন নেই রাজীব কুমারের।
আদালতের এই সিদ্ধান্তে নিঃসন্দেহে বড়সড় ধাক্কা খেল সিবিআই। কারণ প্রথম থেকেই রাজীবকে হেফাজতে নিয়ে জেরার কথা বলেছিল সিবিআই। কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই সিবিআইয়ের। এই মামলাটি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের মতো নয়।
রাজীবের বিরুদ্ধে অভিযোগ, তিনি সারদা মামলার গুরুত্বপূর্ণ নথি নষ্ট করেছেন, যখন তিনি তদন্ত করছিলেন। প্রসঙ্গত, সারদা মামলায় রাজ্য সরকার গঠিত সিটের সদস্য ছিলেন রাজীব। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে এই মামলার তদন্তভার ন্যস্ত করে। ২০১৪ সালের আগে তদন্তের জন্য রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল তাতে ছিলেন রাজীব। রাজীবের বিরুদ্ধে অভিযোগ, সারদা কাণ্ডের ফাইনাল চার্জ শিট তৈরির আগে বহু প্রমাণ নষ্ট করেছেন তিনি। ২৫০০ কোটি টাকার কেলেঙ্কারি সারদা কাণ্ড। বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন সারদা চিট ফান্ডের দ্বারা প্রতারিত হয়ে।