শরণার্থীদের খুশি মাটি করে এবার রাজস্থানে পাস সিএএ বিরোধী প্রস্তাব
জয়পুর: কেরল, পাঞ্জাবের পর এবার রাজস্থানে পাস হল সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। সে রাজ্যে আশ্রয় নেওয়া পাকিস্তানি শরণার্থীদের খুশি মাটি করে নয়া এই আইনের বিরুদ্ধে প্রস্তাবনা পাস করল রাজস্থানের অশোক গেহলোতের কংগ্রেস সরকার। নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পরিণত হওয়ার পর খুশি দেখা গিয়েছিল রাজস্থানে আশ্রয় নেওয়া পাকিস্তান থেকে আসা শরণার্থীদের মধ্যে। তবে বিজেপি বিরোধিতার পথে হাটতে গিয়ে সেরাজ্যের কংগ্রেস সরকার শরণার্থীদের খুশিটাই মাটি করে দিল।
শনিবার রাজস্থানের বিধানসভা ভবনে সিএএ বিরোধী প্রস্তাবটি পাস হতেই বিধানসভা কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কয়েকজন বিজেপি বিধায়ক। সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম শরণার্থীদেরই নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
যদিও বিরোধীদের অভিযোগ, নয়া এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী। তাই এই আইন প্রত্যাহার করা হোক।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনের উপর কোনও স্থগিতাদেশ নয়। শীর্ষ আদালত বলেছে, কেন্দ্রীয় সরকারের পক্ষে জবাব না শুনে সিএএ নিয়ে কোনও স্থগিতাদেশ দেওয়া যাবে না।
প্রসঙ্গত, প্রথমে কেরল সরকার দেশের প্রথম রাজ্য সরকার হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রস্তাব পাস করে। এমনকি এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় তারা। দ্বিতীয় রাজ্য হিসেবে সিএএ বিরোধিতায় প্রস্তাব পাস করে পাঞ্জাব। এবার সেই তালিকায় এবার যুক্ত হল রাজস্থান।