Thursday, September 19, 2024
দেশ

এবার নিজামের শহর হায়দরাবাদের নাম বদলের দাবি বিজেপি নেতার

হায়দরাবাদ: বিজেপি শাসিত রাজ্যে শহর বা জেলার নাম বদলের হিড়িক পড়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের দুটি শহর-জেলার নাম বদল করা হয়েছে। গুজরাটে একটি শহরের নাম বদলের পরিকল্পনা চলছে। এর মধ্যেই তেলাঙ্গানায়ও নাম বদলের দাবি উঠলো।

বিজেপি বিধায়ক রাজা সিং বলেছেন, তেলাঙ্গানায় বিজেপি সরকার ক্ষমতায় এলেই নিজামের শহর হায়দরাবাদের নাম বদলে করা হবে ভাগ্যনগর। তাঁর বক্তব্য, আগে হায়দরাবাদের নাম ছিল ভাগ্যনগর। কিন্তু, ১৫৯০ সালে নবাব কুতুব শাহ সেই নাম পরিবর্তন করে রেখেছিলেন হায়দরাবাদ। তাই নাম বদল করে এখানকার নাম ফের ভাগ্যনগর করা হোক।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজা সিং বলেন, বিজেপি তেলাঙ্গানায় ক্ষমতায় এলে আমাদের প্রথম লক্ষ্য হবে উন্নয়ন। দ্বিতীয় লক্ষ্য হবে তেলেঙ্গানার সকল মুঘল এবং নিজামদের নামের জায়গাগুলির নাম বদলে দেওয়া। যাঁরা আমাদের দেশ ও তেলাঙ্গানার জন্য কাজ করেছেন, তাঁদের নামে নামকরণ করা উচিত।

ওই বিজেপি বিধায়ক আরও বলেন, তেলাঙ্গানায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি জিতবে। তারপরে আমাদের প্রথম কাজ হবে রাজ্যের উন্নয়ন ও দ্বিতীয় কাজ হবে হায়দরাবাদ, সেকেন্দ্রাবাদ ও করিমনগরের মতো জায়গাগুলির নাম পরিবর্তন করা। তিনি জানান, কুতুব শাহের শাসনামলে এই এলাকার অনেক হিন্দুদের উপরে আক্রমণ করা হয়েছিল। ধ্বংস করা হয়েছিল বহু মন্দির।

প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ এবং ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করেছে। পাশাপাশি গুজরাট সরকার চাইছে আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী হোক।