ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কমে ১,৭৬০ টাকা
নয়াদিল্লি: ট্রেন-১৮ আর নয়। পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন-১৮র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বন্দে ভারত এক্সপ্রেস’৷ ১৫ ফেব্রুয়ারি দিল্লি-বারাণসীর রেলপথ ধরে ছুটবে ভারতের দ্রুততম ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস। দ্রুততম ট্রেনে চেপে সেই ঐতিহাসিক ক্ষণের যাঁরা সাক্ষী থাকতে চান, তাঁদের জন্য ভাড়া কমিয়ে খুশির খবর দিল রেল।
এসি চেয়ার কারে দিল্লি থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের প্রস্তাবিত ভাড়া ছিল ১,৮৫০ টাকা। মঙ্গলবার রেল কর্তৃপক্ষের তরফে এই ভাড়া কমিয়ে করা হয়েছে ১,৭৬০ টাকা। একই ভাবে এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ৩,৫২০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩,৩১০ টাকা।
শতাব্দীর উত্তরসূরি হিসেবে নিয়ে আসা হয়েছে এই ট্রেনটিকে। ১৮ মাস ধরে ট্রেনটি তৈরি করতে খরচ হয়েছে মোট ১০০ কোটি টাকা। শুধুমাত্র দেশের দ্রুততম ট্রেনই নয়, এটি দেশের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনও বটে।
১৫ ফেব্রুয়ারি এই ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই ভারতের রেল ট্র্যাকে দ্রুত ছুটবে এই ট্রেন।