এবার ভারতের দিক থেকে সমঝোতা এক্সপ্রেস বাতিল করল রেল
নয়াদিল্লি: এবার দিল্লি-আট্টারি চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস বাতিল করল ভারত। এর আগে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় গত ৮ আগস্ট ট্রেনটি বাতিল ঘোষণা করেছিল পাকিস্তান। রবিবার উত্তর রেলওয়ের তরফে সমঝোতা এক্সপ্রেস বাতিলের ঘোষণা করা হয়েছে।
প্রতি রবিবার দিল্লি থেকে আট্টারি পর্যন্ত চলত ট্রেনটি এবং ফিরে আসত। লাহোর থেকে আট্টারি পর্যন্ত ট্রেনটি চালাত পাকিস্তান। আট্টারি স্টেশনে গাড়ি বদল করতেন যাত্রীরা। ভারতীয় রেলের তরফে একটি টুইটে বলা হয়েছে, লাহোর থেকে আট্টারি যাতায়াতকারী ১৪৬০৭/১৪৬০৮ আপ ও ডাউন সমঝোতা এক্সপ্রেস পাকিস্তান বাতিল করার জেরে দিল্লি থেকে আট্টারি চলাচলের ১৪০০১/১৪০০২ লিংক আপ ও ডাউন এক্সপ্রেস ট্রেনটিও বাতিল ঘোষণা করা হল।
৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেয় পাকিস্তান। ভারতীয় সিনেমাও বাতিলের পাশাপাশি দিল্লি-লাহোর-দিল্লি দোস্তি বাস পরিষেবা এবং থর এক্সপ্রেসও বন্ধ করে দেয়।
বুধবার ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা সহ মোট পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করে।