Sunday, June 22, 2025
Latestদেশ

কমিউনিস্টরা ভারতের বীজ নয়: রাহুল সিনহা

কলকাতা: গত চার জানুয়ারি মুখোশধারীরা হামলা চালায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের। জেএনইউ-তে হামলার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। এই আবহেই বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৫ শতাংশ ছাত্রছাত্রী গণ্ডগোল পাকাচ্ছে। যার জেরে অসুবিধায় পড়ছে বাকি ৯৫ শতাংশ ছাত্রছাত্রী।

রাহুল সিনহা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির জায়গা নয়। পাশাপাশি, তিনি বলেন, জেএনইউ-তে হামলা আহ্বান করা হয়েছিল। রাহুল সিনহা বলেন, কমিউনিস্টরা ভারতের বীজ নয়। বিদেশ থেকে আসা বীজ ভারতের বুকে হাহাকার সৃষ্টি করেছে।

রবিবার সন্ধ্যায় জেএনইউ-তে মুখোশধারীরা লাঠিসোঁটা, লোহার রড নিয়ে তাণ্ডব চালায়। এই হামলার ঘটনায় আহত হন অন্তত ৩৪ জন শিক্ষার্থী ও শিক্ষক। ছাত্র সংগঠনের অভিযোগ করে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)’র যোগসাজশে এই হামলা চালানো হয়েছে।

জেএনইউ-তে হামলার পিছনে এবিভিপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা ববি হাকিমও। রাহুল সিনহার পাল্টা তোপ, ববি কি জ্যোতিষী! মুখোশের আড়ালে কারা ছিল চিনতে পারলেন। আমি যদি বলি, এই হামলা ববির লোক করেছিল।