Thursday, September 19, 2024
দেশ

সংসদে ফিরলেন রাহুল গান্ধী, ফিরে পেলেন সাংসদ পদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাহুল গান্ধীর‘মোদী পদবি’ (Modi Surname) মামলায় নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর সোমবার সংসদে ফিরলেন রাহুল গান্ধী। পাশাপাশি, সাংসদ পদ ফিরে পেলেন রাহুল। 

মোদী উপাধি মামলায় রাহুল গান্ধীকে সুরাট আদালত দোষী সাব্যস্ত করে। এরপর লোকসভায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে রাহুল গান্ধীর সাজা স্থগিত করে দেওয়া হয়। এরপর সোমবার ফের লোকসভায় ফিরলেন রাহুল গান্ধী। শীর্ষ আদালতের রায়ের ফলে ২০২৪ সালের লোকসভা ভোটে রাহুলের লড়াইয়ে আর কোনও বাঁধা রইলো না।