Monday, March 24, 2025
দেশ

পাকিস্তানে প্রশংসিত রাহুলের মন্তব্য, লজ্জা হওয়া উচিত কংগ্রেসের: অমিত শাহ

নয়াদিল্লি: ৩৭০ ধারা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিবৃতির প্রশংসা করে পাকিস্তান। পাকিস্তানের সংসদে রাহুলের মন্তব্যের ভূয়সী প্রশংসা করা হয়। এমনকি পাকিস্তান জাতিসঙ্ঘে রাহুলের মন্তব্যকেও নিজেদের আবেদনপত্রে লিখে পেশ করে। এ নিয়ে কংগ্রেসের লজ্জা হওয়া উচিত! রাহুল যখনই কথা বলেন তাতে পাকিস্তানের প্রশংসা থাকে। রবিবার এভাবেই তীব্র ভাষায় কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী সরকারের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন মানুষ। তবে কয়েকজন এখনও এর বিরোধিতা করছে।

অমিত শাহ বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগান দেয়ার বিষয়ে এবং সার্জিক্যাল স্ট্রাইক কিংবা এয়ার স্ট্রাইকের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধাচরণ করেছে। আমি কংগ্রেসকে জিজ্ঞেস করতে চাই আপনারা কী ধরণের রাজনীতি করতে চান? দেশবাসী পাথরের মতো শক্ত হয়ে মোদীজির সঙ্গে আছেন।

প্রসঙ্গত, একটি বিবৃতিতে রাহুল বলেছিলেন, ৩৭০ ধারা বাতিলের পর, কাশ্মীরে হিংসার ঘটনা ঘটছে। মানুষ মারা যাচ্ছে। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নিজেদের পিটিশনে এই বিবৃতিকেই হাতিয়ার করে পাকিস্তান।

অমিত শাহ বলেন, গোটা বিশ্বকে বলতে চাই ৩৭০ ধারা বাতিলের পরে কাশ্মীরে সম্পূর্ণ শান্তি রয়েছে। ৩৭০ ধারা বাতিলের পরে একটিও গুলি চালানোর দরকার হয়নি, একটি টিয়ার গ্যাসও নিক্ষেপ করতে হয়নি বা কেউ মারা যায়নি।

অমিত বলেন, ৩৭০ ধারা বাতিলের পরই কাশ্মীরে উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে। আর সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেকও পুঁতে দেওয়া সম্ভব হয়েছে।