প্রত্যেকের জন্য করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করা উচিত সরকারের: রাহুল গান্ধী
নয়াদিল্লি: গত মঙ্গলবার বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া। ভারতেও কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল চলছে। এরইমধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
শুক্রবার করোনার ভ্যাকসিন সম্পর্কে একটি টুইট করেন কংগ্রেস সাংসদ। টুইটে রাহুল গান্ধী বলেছেন, করোনার ভ্যাকসিন তৈরি করা দেশগুলির মধ্যে ভারত অন্যতম হতে চললেও এই ভ্যাকসিন যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয় তার জন্যও ব্যবস্থা নিতে হবে কেন্দ্রের মোদী সরকারকে। প্রয়োজনে এর জন্য কৌশলগত পরিকল্পনাও করতে হবে। এটির সমবণ্টনের উপরেও জোর দেওয়া উচিত।
এর আগে বৃহস্পতিবার রাহুল গান্ধী দেশে করোনা সংক্রমণের একটি রেখাচিত্র তুলে ধরে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে রাহুল টুইটে বলেন, এই অবস্থাকে যদি প্রধানমন্ত্রী স্থিতিশীল অবস্থা বলে বর্ণনা করেন তবে খারাপ পরিস্থিতি আর কাকে বলা হবে?
উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪,৫৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১,০০৭ জনের। এখনও পর্যন্ত করোনায় মারা গিয়েছেন ৪৮,০৪৯ জন। দেশে মোট করোনা আক্রান্ত ২৪,৬১,১৯০ জন।


