Tuesday, March 25, 2025
দেশ

মোদীকে ‘চোরের সর্দার’ বলায় রাহুল গান্ধিকে তলব করল আদালত

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘কমান্ডার ইন থিফ’ বলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করল একটি আদালত। গিরগাঁও মহানগর হাকিম আগামী ৩ অক্টোবরের মধ্যে রাহুলকে আদালতে হাজির হতে বলেছেন।

জানা গেছে, ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ক্রয় নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে কংগ্রেস। এই বিতর্ক নিয়ে গত বছর সেপ্টেম্বর এক টুুইট বার্তায়, নাম প্রকাশ না করে মোদীকে ইঙ্গিত করে ‘কমান্ডার ইন থিফ’ বা ‘চোরের সর্দার’ বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে মুম্বাইয়ের একটি আদালতে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহারাষ্ট্রের বিজেপির নির্বাহী সদস্য মহেশ শ্রীশ্রীমাল। তিনি অভিযোগ দায়ের করে বলেন, নরেন্দ্র মোদীকে নিয়ে এমন কটূক্তি শুধু প্রধানমন্ত্রী নয় বিজেপি কর্মীদের জন্যও আপত্তিকর।

এই অভিযোগের ভিত্তিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী মঙ্গলবার রাহুলকে আদালতে তলব করল। প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারত-ফ্রান্স যৌথ আলোচনার পর ফরাসি সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশনকে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান তৈরির দায়িত্ব দেয় ভারত। উচ্চপ্রযুক্তি সম্পন্ন  এই যুদ্ধবিমানগুলোর জন্য ভারতকে খরচ করতে হচ্ছে ৫৮ হাজার কোটি টাকা। যুদ্ধবিমানগুলির তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিমানগুলো ভারত সরকারের হাতে তুলে দিবে সংস্থাটি।