Friday, June 20, 2025
Latestদেশ

নাগরিকত্ব বিলে বিজেপিকে সমর্থন করায় শিবসেনার উপর বেজায় চটলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি: সোমবার রাতে লোকসভায় পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল। বিলের সমর্থনে ভোট দিয়েছেন ৩১১ সাংসদ এবং বিপক্ষে ভোট পড়ল ৮০টি। এই বিল নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করল‌েন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অন্যদিকে, মহারাষ্ট্রে কংগ্রেসের নতুন জোটসঙ্গী শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছেন, দেশের স্বার্থে নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করেছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, এই বিল ‘ভারতের বুনিয়াদকে ধ্বংস’ করে দেবে। শিবসেনা বিজেপিকে সমর্থন করায় বিজেপি সরকারকে আক্রমণ করে এ কথা বলেন রাহুল। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ভারতীয় সংবিধানের উপরে আক্রমণ। যারা এই বিলকে সমর্থন করছে তাঁরা দেশের বুনিয়াদকে আক্রমণ ও ধ্বংস করতে চাইছে।

নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব গ্রহণের পথকে সহজ করতেই এই বিল। তবে বিলের কোথাও প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিমদের বিষয়ে কোনও উল্লেখ নেই। বুধবার রাজ্যসভায় পেশ করা হবে নাগরিকত্ব বিল। রাজ্যসভায় বিলটি পাশ হলে এটি আইনে পরিণত হবে।